২৯ জুন, ২০২৫ কলকাতাঃ পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করেও পশ্চিমবঙ্গ সরকার কেন পিছু হটল? কেন হিন্দি-উর্দুকে সরিয়ে দিয়ে দিয়ে আবার ঢোকানো হল? কোন শক্তির চাপে? প্রতি রাজ্যের সিভিল সার্ভিসসহ রাজ্য সরকারি পরীক্ষায় সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক পরীক্ষা দিয়ে পাশ করতে হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর ব্যতিক্রম কেন? এই দাবি নিয়ে আজ বাংলাপক্ষ’র মহামিছিল হয় কলকাতার রবীন্দ্র সদনের নিকটবর্তী একুশে উদ্যান থেকে হাজরা মোড় পর্যন্ত। বাংলার বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচ হাজার বাংলাপক্ষ’র সহযোদ্ধা ও সাধারণ মানুষের আগমন ঘটে এই মিছিলে। সাধারণ বাঙালি স্বতঃস্ফুর্ত ভাবে এই মিছিলে যোগ দেয়। বেলা চারটেয় মিছিল শুরু হয়। বৃষ্টি ভেজা সন্ধ্যায় এই মিছিলের নেতৃত্ব দেন বাংলাপক্ষ’র সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য রজত ভট্টাচার্য, অরিন্দম চট্টোপাধ্যায়,সম্রাট কর,মহম্মদ সাহিন, মনন মন্ডল, সৌম্যকান্তি ঘড়ুই, মনোজিত বন্দ্যোপাধ্যায়, ডাঃ আব্দুল লতিফ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাপক্ষ’র বিভিন্ন জেলার জেলা সম্পাদক, সদস্য ও সহযোদ্ধাগণ। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে বাংলায় সরকারি ও বেসরকারি সমস্ত চাকরির পরীক্ষায় সাধারণ বাঙালির সমর্থন আছে। অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় বলেন-‘ প্রতি রাজ্যে যা সত্য তা বাংলায় নয় কেন? বাংলা সরকার WBCS এ বাংলা বাধ্যতামূলক করার গেজেট প্রকাশ করেও কেন পিছু হটল?’ তিনি আরও বলেন-‘ বাংলার বিরোধী দলগুলি এই বিষয়ে চুপ কেন? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন উর্দু সংযুক্তির জন্য সওয়াল করেন? তাদের বাংলার প্রতি কি কোন দায়বদ্ধতা নেই।’ সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন-‘ ভোটের সময় বাংলা নিজের মেয়েকে চায়, আর ভোট ফুরোলে বাংলার মেয়ে হিন্দি-উর্দু কেন চায়? এই সমস্যার সমাধান না হলে এই ইস্যুতে পরবর্তীতে আন্দোলন আরও জোরদার হবে বলে তিনি জানিয়েছেন।
WBCS এ বাংলা বাধ্যতামূলক করেও সরকার পিছু হটল কেন? দাবিতে বাংলাপক্ষ’র মহামিছিল
