শুভেন্দু-মমতার গোপন খেলা ? দিশাহারা বিজেপি কর্মীরা

Share the News

কলকাতা,এপ্রিল ২০: ছাব্বিশের বিধানসভা ভোট যত কাছে আসছে, পশ্চিমবঙ্গের রাজনীতির মঞ্চে যেন এক রহস্যময় নাটক মঞ্চস্থ হচ্ছে। গোপন সূত্রে এমন কিছু খবর উঠে এসেছে, যা জানলে চোখ কপালে উঠতে বাধ্য।সামনে যা দেখা যাচ্ছে, তার আড়ালে নাকি চলছে এক চমকপ্রদ গোপন চুক্তি।
চব্বিশের লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে এক গোপন বৈঠক হয়েছে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। রাজনৈতিকভাবে একে অপরের চরম বিরোধী বলেই পরিচিত এই দুই নেতা একান্তে আলোচনা করেছেন—এমনটাই দাবি নির্ভরযোগ্য সূত্রের।
এই বৈঠকে কী ঠিক হয়েছে ? দুইটি বড় পরিকল্পনা :
১. শুভেন্দু অধিকারী হয়তো ভবিষ্যতে একটি নতুন দল গড়বেন। ২.না হলে, বিজেপির ভেতর থেকেই তাকে দুর্বল করার কাজ করবেন।
এই পরিকল্পনার মূল লক্ষ্য কি ? রাজ্যে বিজেপির বৃদ্ধির পথ আটকে রাখা এবং তৃণমূলের ভবিষ্যৎ নিরাপদ করা।
অভদ্র ভাষা—কৌশলের অংশ ?
শুভেন্দু অধিকারী ভোটের ময়দানে যেভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন, তাতে অনেকেই চোখ কুঁচকেছেন। শিক্ষিত, ভদ্র সমাজ শুভেন্দুর এই ভাষা শুনে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কিন্তু এটা কি সত্যিই মেজাজের বহিঃপ্রকাশ, না কি পরিকল্পনার অংশ?
সূত্র বলছে—এটাই পরিকল্পনা! শুভেন্দুর আক্রমণের ভঙ্গি এমন রাখা হয়েছে, যাতে তিনি নিজেই সাধারণ মানুষের চোখে “নেগেটিভ” হয়ে পড়েন। ফলে যারা বিজেপির দিকে ঝুঁকছিলেন, তারাও আবার মুখ ফিরিয়ে নিচ্ছেন।

মুসলিম ভোট—এককভাবে তৃণমূলের দিকে ঠেলার খেলা

বাংলার প্রায় প্রতি তিন জন্যে এক জন মুসলিম ভোটার। তাদেরকে কেন্দ্র করেই নাকি আরেকটি বড় কৌশল সাজানো হয়েছে। শুভেন্দুর মুখ দিয়ে মুসলিমদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘জিহাদী’, ‘দেশদ্রোহী’ বলা হচ্ছে—যাতে সংখ্যালঘু ভোটারদের মনে ভয় ঢুকে যায় এবং তারা একযোগে তৃণমূলকেই ‘সেইফ’ অপশন হিসেবে বেছে নেয়।এ যেন মেরুকরণেরও এক নতুন পাঠ!

বিজেপিকে বাইরে থেকে নয়, ভিতর থেকে ধসানো

বিজেপি যেন বাইরে থেকে নয়, নিজের ঘর থেকেই ভেঙে পড়ছে—এমন চিত্র তৈরি করতেই আরও একটি চতুর খেলা। শুভেন্দু অধিকারী সারা দিন মিডিয়ায় নানা রকম জ্বালাময়ী কথা বলছেন, কিন্তু সংগঠনের বাস্তব কাজ থেকে দূরে থাকছেন। এর ফলে বিজেপির মাঠের কর্মীরা দিশাহীন হয়ে পড়ছেন, নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে—এবং দলে ক্রমেই আস্থা হারাচ্ছেন সাধারণ কর্মী-সমর্থকরা।

কেন এমন করছে শুভেন্দু ?
শুভেন্দু অধিকারীর নামে দুর্নীতির অভিযোগ থাকা সত্বেও অমিত শাহের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের উপর ভর করে বিজেপিতে নিজের জায়গা করেছিল একুশ এর নির্বাচনের পর। ২০২৪ এ লোকসভা ভোটে প্রার্থী নির্বাচন থেকে ভোট পরিচালনার দায়িত্ব সামলেছেন শুভেন্দু। সূত্রের খবর লোকসভায় বিজেপির ফল ভালো না হওয়ায় শুভেন্দুর ওপর ক্ষুদ্ধ আরএসএস। আরএসএসের সঙ্গে বনিবনা না হওয়াতেই কি বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে একঘরে শুভেন্দু ? আর সেই জন্যই কি তার সম্বন্ধে সন্দেহের বাতাবরণ তৈরী হয়েছে রাজনৈতিক মহলে ? উঠছে প্রশ্ন।

সবশেষে বলা যায়, রাজনীতিতে কৌশল নতুন কিছু নয়। কিন্তু যখন তা এতটা গোপন, এতটা সুপরিকল্পিত ও এতটাই নাটকীয় হয়—তখন প্রশ্ন উঠে যায় মানুষের মনে। সত্যিই কি বিরোধী দলনেতা নিজের দলেরই ক্ষতি করছেন? সত্যিই কি সব কিছু আগে থেকেই ঠিকঠাক চিত্রনাট্য মেনে চলছে?

উত্তর সময়ই দেবে। কিন্তু এই মুহূর্তে যা ঘটছে, তা নিঃসন্দেহে বাংলার রাজনীতিকে আরও রহস্যময় ও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *