জলপাইগুড়ির দোমোহনীতে দ্বিতীয় AIIMS এর দাবিতে জলপাইগুড়ি শহরে বিরাট মিছিল বাংলা পক্ষর

Share the News

১৩ জুলাই, জলপাইগুড়ি :বিহারে দুটো AIIMS, ইউপিতে তিনটে AIIMS. কিন্তু বাংলায় একটা AIIMS কেন? কেন বাংলাকে এত বঞ্চনা? জলপাইগুড়ির দোমোহনীতে দ্বিতীয় AIIMS এর দাবিতে জলপাইগুড়ি শহরে বাংলা পক্ষর বিরাট মিছিল হল।
বিহারের থেকে অনেক গুণ বেশি ট্যাক্স দেয় বাংলা। মালদা উত্তর থেকে আলিপুরদুয়ার পর্যন্ত ৬ টা সাংসদ বিজেপির৷ তারা “উত্তরবঙ্গ বঞ্চিত” বলে উত্তরের জেলাগুলোয় ক্ষোভ উস্কে রাজনীতি করে। কিন্তু বিজেপি সাংসদরা উত্তরের জেলার উন্নতিতে কোনো কাজ করে না৷ দিল্লি আরও বেশি বঞ্চিত করে।
বাংলা পক্ষ দ্বিতীয় AIIMS এর দাবিতে লড়ছে। জলপাইগুড়ির দোমোহনীতে রেলের ৪০০ একর পরিত্যক্ত জমি আছে। তাই জমির সমস্যা নেই, এই জমি কেন্দ্র সরকারের অধীনেই আছে৷ সেই জমিতেই দ্বিতীয় AIIMS চাই।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারন সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়৷ ছিলেন সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য রজত ভট্টাচার্য, আব্দুল লতিফ, জলপাইগুড়ি জেলার সম্পাদক অভিষেক মিত্র মজুমদার, শিলিগুড়ি জেলা সম্পাদক গিরিধারী রায়, আলিপুরদুয়ার জেলা সম্পাদক উত্তম দাস প্রমুখ৷

গর্গ চট্টোপাধ্যায় বলেন, “বিহারে দুটি, ইউপিতে তিনটি AIIMS, বাংলাতেও দুটো AIIMS চাই। দ্বিতীয় AIIMS এর দাবিতে জলপাইগুড়িতে বিরাট মিছিল হল৷ জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এর ভূমিপুত্রদের গণদাবি হল দ্বিতীয় AIIMS এর দাবি। বাংলা পক্ষ এই দাবি আদায় করবেই। জলপাইগুড়ির দোমোহনীতে দ্বিতীয় AIIMS হবেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *