হাড়োয়ার হামাদামা বাজারে বাংলা পক্ষের সভা: ভূমিপুত্র সংরক্ষণ ও বাংলা ভাষা বাধ্যতামূলক করার দাবি

Share the News

হাড়োয়া, উত্তর চব্বিশ পরগনা, ১১ মে: ১১ই মে সন্ধ্যেবেলা উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া বিধানসভার অন্তর্গত হামাদামা বাজারে বাংলা পক্ষ আয়োজিত একটি জনসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, সংগঠনের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য মহম্মদ সাহীন, জেলা সম্পাদক দেবাশীষ মজুমদার,সহ সম্পাদক বিরাজ সর্দার সহ একাধিক স্থানীয় কর্মী ও সমর্থক।

সভায় মূলত তিনটি দাবিকে কেন্দ্র করে আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হয়—হামাদামার তেলের খনিতে স্থানীয় ছেলে-মেয়েদের চাকরির অধিকার নিশ্চিত করা, রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণের ব্যবস্থা চালু করা এবং বাংলার সব বিদ্যালয় ও সরকারি চাকরিতে বাংলা ভাষা বাধ্যতামূলক করা।

গর্গ চ্যাটার্জি বলেন, “বাংলার মাটিতে, বাংলার সম্পদে, আগে বাংলার ছেলেমেয়েরা কাজ পাবে—এই ন্যায্য দাবি আমরা জানাচ্ছি। তেলের খনিতে বহিরাগতদের নয়, স্থানীয় যুবকদেরই অগ্রাধিকার দিতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই বাংলার প্রতিটি স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক হোক। বাংলা ভাষার প্রতি অবহেলা আমরা আর সহ্য করব না।”

কৌশিক মাইতি এই প্রসঙ্গে বলেন, “বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকদের উপর যেভাবে আক্রমণ চলছে, তাতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার নির্বিকার। আমরা চাই এর অবিলম্বে অবসান হোক এবং পরিযায়ী বাঙালিদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

স্থানীয় মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জোরালো স্লোগানে সভা প্রাণবন্ত হয়ে ওঠে। বাংলা পক্ষ জানিয়েছে, এই দাবিগুলি পূরণের জন্য আগামী দিনে জেলাজুড়ে আরও কর্মসূচি নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *