২৪ মার্চ, ২০২৫,কলকাতা : বলিউড এবং বিসিসিআই হিন্দি আগ্রাসনের পুরোধা, একথা আবারও প্রমাণ হল। ২২ মার্চ আইপিএল এর উদ্বোধন হল কলকাতায়। উদ্বোধনী গান গাইলেন বাঙালি বলিউডি গায়িকা শ্রেয়া ঘোষাল। অনুষ্ঠানে শ্রেয়ার গানের তালিকায় ছিল ‘যুবা’, ‘মা তুঝে সালাম’, ‘রং দে বাসন্তী’, ‘ঘুমার’, ‘ঢোল বাজে’র মতো একাধিক জনপ্রিয় হিন্দি গান। তেলেগু গানেরও ছোঁয়া পাওয়া গেল। বাংলার রাজধানী কলকাতায় উদ্বোধন হল, বাঙালি গায়িকা গান গাইলেন অথচ বাংলা গান হল না। বাংলাপক্ষ বারবার অভিযোগ করে বলিউড ও ক্রিকেট হিন্দি সাম্রাজ্যবাদের পথিকৃৎ তা আবারও প্রমাণিত হল। এবার শুধু বাংলাপক্ষই নয় আপামর সাধারণ বাঙালির পক্ষ থেকেও উঠে এলো বিতর্ক। বাংলার বলিষ্ঠ অভিনেতা চিরঞ্জিত আক্ষেপ করে বললেন ‘ বাংলায় উদ্বোধন হল, গায়িকা নিজেও বাঙালি, একটা বাংলা গান গাইলেন না।’
শ্রেয়া ঘোষাল একজন গায়িকা মাত্র। তিনি পারিশ্রমিকের বিনিময়ে গান করেন। সুতরাং কর্তৃপক্ষের কাছ যা আদেশ হয়েছে উনি তাই গেয়েছেন। এতে উনি দোষী নন। আসলে ভারতে হিন্দিকে অলিখিত ভাবে রাষ্ট্র ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার পুরানো পন্থা।
বাংলা গান গাইলেন না: আক্ষেপ চিরঞ্জিতের
