
কলকাতার এন কে রিয়াল্টরস (NK Realtors) কোম্পানিতে ব্রাত্য বাঙালি
২৮ ফেব্রুয়ারি, কলকাতা: ‘হিন্দি এবং ইংরেজি জানা অবাঙালি মাড়োয়ারি বা জৈন ধর্মের দক্ষ ও অভিজ্ঞ সিনিয়র প্রোডাক্ট স্পেশালিস্ট চায় কলকাতার আবাসিক প্রকল্পের সেল্স চালনা করার জন্য’ – কলকাতার এন কে রিয়াল্টরস কোম্পানির প্রথম বিজ্ঞাপনটা ছিল এরকম। এবং এই বিজ্ঞাপনটা করানো হয়েছিল কোম্পানির জনৈক বাঙালি কর্মচারি অনির্বাণ চ্যাটার্জিকে দিয়ে। কোম্পানির মালিক স্বাভাবিকভাবেই পবন আগরওয়াল ও রাম নরেশ আগরওয়াল। এটা অন্য কোনও রাজ্যে সম্ভব নয়। প্রত্যেক রাজ্যেই সেই রাজ্যের লোক নিতে বাধ্য। অথচ বাংলার রাজধানী কলকাতায় একের পর এক এরকম ধৃষ্টতা ঘটেই চলেছে। কদিন আগেই আরেকটা প্রোমোটিং কোম্পানি মারলিন এরকম কর্মখালির বিজ্ঞাপন দিয়েছিল এবং বলেছিল বাঙালি নেব না। অর্থাৎ এই মারোয়ারি প্রোমোটার কোম্পানিগুলোর মধ্যে বাঙালির না নেবার একটি ঘৃণামূলক আচরণ ব্যাপকভাবে বিদ্যমান। এই কোম্পানিতে যে বাঙালির নেই তা নয়। সেই কটা বাঙালি আছে, যে কটা না নিলেই নয়। এই পোস্ট করার পরে বাংলা পক্ষর দ্বারা জাগ্রত বাঙালির প্রতিবাদে ধর্ম ও জাতির বিষয়টা ডিলিট করে দেওয়া হয়েছে। কিন্তু পুরানো পোস্টটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কতদিন বাঙালির এই বঞ্চনা চলবে? বাংলা পক্ষ বার বার বলে ‘বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই’ এই কথা সর্বৈব সত্য প্রমাণ করে চলেছে এই কোম্পানিগুলো। সাধারণ বাঙালি নির্লিপ্ত দাসত্ব বহন করে চলেছে। বাংলাপক্ষ’র সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বাঙালির শত্রুদের বিরুদ্ধে বাংলা ও বাঙালি ভবিষ্যতে আরও সোচ্চার হবে এবং বাঙালির সাংবিধানিক অধিকার নিয়েই ছাড়বে।