বিপি সংবাদের খবরের জের, হিন্দির বদলে বাংলা

Share the News

৯ জুলাই, ২০২৫, কলকাতাঃ বিপি সংবাদের খবরের জের ও বাংলাপক্ষ’র প্রতিবাদে রাতারাতি বদলে গেল বিজ্ঞপ্তি। গত ৩ জুলাই কলকাতা তথা বাংলার খ্যাতনামা এস এস কে এম বা পিজি হাসপাতালের অধীন ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ কেন্দ্রে একটি প্রজেক্টে ‘প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-II’ পদে একজন লোক নেওয়া হবে বলে একটি বিজ্ঞাপন বেরোয়। সেখানে হিন্দি বাধ্যতামূলক জানতে হবে বলে উল্লেখ করা হয়। পশ্চিমবঙ্গের ৮৬ শতাংশ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ভাষার ভিত্তিতে সৃষ্টি রাজ্য পশ্চিমবঙ্গ। এখানে বাংলাভাষী কেন নেওয়া হবে না? তামিলনাড়ুতে একই বিজ্ঞপতিতে তামিল জানা বাধ্যতামূলক হলে এখানে নয় কেন? বিজ্ঞাপন ৮ জুলাই সামনে আসা মাত্র প্রতিবাদে গর্জে ওঠে বাংলাপক্ষ। বিপি সংবাদ খবর করে। বাংলাপক্ষ ১০ই জুলাই ডেপুটেশন দেওয়া ও বিক্ষোভ মিছিলের জন্য কর্তৃপক্ষকে চিঠি করে। সামাজিক মাধ্যমে সাধারণ বাঙালি গর্জে ওঠে। চব্বিশ ঘন্টার মধ্যে বিজ্ঞাপন তুলে নতুন বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সেখানে বাংলা বলতে জানা আবশ্যিক করা হয়। বিজ্ঞাপন বদলালেও প্রশ্ন থেকে যায়, বাংলাতে বাঙালির বিরুদ্ধে কারা এই ষড়যন্ত্র করছে? কারা বাংলার সমস্ত পোস্টগুলোকে দখল করতে চাইছে? বাংলাপক্ষ এর বিরুদ্ধে ক্রমাগত আন্দোলন চালাবে বলে জানিয়েছেন বাংলাপক্ষ’র সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *