ব্যাপক বিক্রি, বইমেলায় বাংলা পক্ষ প্রকাশিত এই বইটি ‘বেস্ট সেলার’? কী আছে বইটিতে ?

Share the News

কলকাতা : জানুয়ারি 30, 2025: বইমেলায় প্রতিবার অসংখ্য নতুন বই প্রকাশিত হয় । এবারও তার ব্যতিক্রম নয়। এবছর প্রচুর নতুন বই প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থা দ্বারা । তবে সেই বইগুলির মধ্য়ে সাড়া ফেলে দিয়েছে বাংলা পক্ষ প্রকাশিত একটি বই,”স্বাধীন ভারতে বাঙালির সংকট ও সমাধান”। 

বাংলা পক্ষর সাধারণ সম্পাদক ডঃ গর্গ চট্টোপাধ্যায়ের দাবি “বাঙালির সমস্যা, হিন্দি সাম্রাজ্যবাদ ও বাঙালির লড়াই নিয়ে এত বিস্তারিত ও গুরুত্বপূর্ণ প্রবন্ধ সংকলন আগে কোথাও বেরোয়নি। বইটির মূল্য রাখা হয়েছে ১৭৫ টাকা, তবে ক্রেতারা অবশ্যই ক্রয়ের ক্ষেত্রে ছাড় পাবেন। এবার কলকাতা আন্তঃরাষ্ট্রীয় বইমেলায় বেস্ট সেলার হবে এটি। দেখা যাক। অবশ্যই সংগ্রহ করুন বাংলা পক্ষর স্টল নং-১০১এ থেকে। পূর্ত ভবন বা বিকাশ ভবনের ঠিক বিপরীতে গেট নম্বর ১ দিয়ে ঢুকে প্রথম স্টল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *