
সন্তোষ ট্রফি জিতে ঘরে ফিরলো বাংলা দল
আজ রাতে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দল নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে বাইরে সন্ধ্যা থেকেই ছিলো উৎসাহী জনতার ভিড়। জয় বাংলা ধ্বনি ও ঢাকের আওয়াজে বিমানবন্দর চত্বর ছিলো সরগরম।
আজ রাতে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দল নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে বাইরে সন্ধ্যা থেকেই ছিলো উৎসাহী জনতার ভিড়। জয় বাংলা ধ্বনি ও ঢাকের আওয়াজে বিমানবন্দর চত্বর ছিলো সরগরম।
আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ-খুনের প্রতিবাদে বঙ্গবাসীর পাশে আগেই দাঁড়িয়েছিল লন্ডন থেকে আটলান্টা। এ বার আরজি করে নির্যাতিতার জন্য বিচার চেয়ে ও পশ্চিমবঙ্গ সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করে খোলা চিঠি লিখলেন ব্রিটেনবাসী ভারতীয়েরা। ওই চিঠিতে আরজি কর কাণ্ডের কড়া নিন্দা করে বলা হয়েছে, ধর্ষণ-খুনের বিষয়টিকে সম্পূর্ণ অবহেলা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৃণমূল কংগ্রেসের সদস্যেরা ঘটনাস্থলে ভাঙচুর চালিয়েছে, প্রতিবাদকারীদের মারধর করেছে ও আইনি প্রক্রিয়ায় বাধা দিয়েছে।
দক্ষিণী হল ক্যালিফোর্নিয়ার বাঙালি অ্যাসোসিয়েশন, এটি একটি অলাভজনক সংস্থা, যা দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বাঙালি সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারের জন্য কাজ করে চলেছে। এই বছর, দক্ষিণী ১১ থেকে ১৩ অক্টোবর, তিন দিনের দুর্গাপুজো পালন করা হয়েছে। এই বছর এই উৎসবে ১০০০ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। এক অত্যন্ত সুন্দর মণ্ডপ তৈরি করা হয়েছিল সঙ্গে ছিল মায়ের ভোগের আয়োজনও। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে উঠেছিল পুজোর প্রতিটি দিন। সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত হয় এই পুজো, যাঁরা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটি আয়োজন করেছেন।
সময় কম। হাতে সময় নেই বললেই চলে। এই অবস্থায় ‘পাড়ায় সমাধান’ প্রকল্পে জমা পড়া অধিকাংশ কাজের ‘ওয়ার্ক অর্ডার’ বা কাজের বরাত যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে নবান্ন। একই সঙ্গে সরকার ঘুরিয়ে এই নির্দেশও দিয়েছে যে, অধিকাংশ প্রকল্পের মূল্যমান পাঁচ লক্ষ টাকার কম রাখতে হবে। বলা হয়েছে, বড় প্রকল্পের কাজ ‘সাব-প্রজেক্ট’ হিসেবে ভাগ করে দিতে হবে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে আর্থিক নিয়মবিধির ফাঁক গলে ওয়ার্ক অর্ডার দেওয়া যায়। প্রকল্প পাঁচ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকার মধ্যে হলে সেই কাজ যাতে ২৬ জানুয়ারির মধ্যে শুরু করে দেওয়া যায়, সেই ব্যাপারেও সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সম্প্রতি নবান্নে সব দফতরের কর্তাদের নিয়ে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি।
কাটমানির খেলা? ভাঁড়ারে টানের কারণে টাকা পেতে দেরি? নাকি মুষ্টিমেয় কিছু ঠিকাদারি সংস্থার ‘অতি সক্রিয়তা’, যা নির্ধারণ করে দিচ্ছে দরপত্রে কারা অংশগ্রহণ করবে আর কারা করবে না? চলতি মাসে সমস্ত দফতরের উদ্দেশে কলকাতা পুর কর্তৃপক্ষের এক নির্দেশের পরে এমন একাধিক প্রশ্ন উঠে আসছে। লিখিত ওই নির্দেশে কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছেন, পুরসভার ডাকা দরপত্রে যথেষ্ট সংখ্যক সংস্থা অংশগ্রহণ করছে না। ফলে ওই প্রক্রিয়া বাতিল করে দিতে হচ্ছে! এমন পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক বার। তাই সিদ্ধান্ত হয়েছে, দরপত্র ডাকার আগে সংশ্লিষ্ট দফতরকে সমস্ত ‘স্টেকহোল্ডার’-এর সঙ্গে বৈঠক করতে হবে। বৈঠকে আলোচনার মাধ্যমে বুঝতে হবে ওই দরপত্রে উল্লিখিত শর্তে কোনও পরিবর্তন প্রয়োজন কি না। অথবা কী ভাবে দরপত্রটিকে আরও আকর্ষণীয় করে বেশি সংখ্যক সংস্থার অংশগ্রহণ সুনিশ্চিত করা যায়। শর্ত শিথিলের পরেও যদি দরপত্রে প্রত্যাশিত সাড়া পাওয়া না যায়, তা হলে সেটা পুর কর্তৃপক্ষকে জানাতে হবে। ঠিক কী কারণে দরপত্র বাতিল করা হল, জানাতে হবে তা-ও।
হরিয়ানা ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে আজ নরেন্দ্র মোদী সরকার কৃষি ক্ষেত্রে প্রায় ১৪ হাজার কোটি টাকার সাতটি প্রকল্প ঘোষণা করল। সরকারের দাবি, কৃষকদের আয় বাড়াতেই এই সব প্রকল্প। একই সঙ্গে, মহারাষ্ট্রের পেঁয়াজ উৎপাদনকারী এলাকা নাসিক, ধুলে ও নন্দুরবারের সঙ্গে সংযোগকারী মনমাড-ইন্দোর রেললাইন তৈরির প্রকল্পেও আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে। এতে খরচ হবে প্রায় ১৮ হাজার কোটি টাকা। এর ফলে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিরা উপকৃত হবেন বলে মোদী সরকারের দাবি।
কৃষি ক্ষেত্রে অত্যাধিক রাসায়নিকের ব্যবহার রুখতে এ বার সংশ্লিষ্ট বিবিধ মন্ত্রক ও দফতরের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গড়ার পথে হাঁটছে খাদ্য নিয়ন্ত্রক এফএসএসএআই। শনিবার কলকাতায় বণিকসভা ভারত চেম্বারের অনুষ্ঠানে এ কথা জানান নিয়ন্ত্রকের ইডি ইনোশি শর্মা। তিনি বলেন, “কৃষি ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার আটকানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য কৃষি মান্ডির গেটে কড়া নজরদারির প্রয়োজন। সেই সিদ্ধান্ত নিতেই বিভিন্ন মন্ত্রক ও দফতরের প্রতিনিধিদের নিয়ে বিশেষ কমিটি তৈরির কথা ভাবছি।” পাশাপাশি শর্মা স্পষ্ট জানান, আনাজ, মশলা বা ফলে যে সার বা কীটনাশক ব্যবহার করা হয়, তাতে নির্দিষ্ট সীমার মধ্যে রাসায়নিক ব্যবহার নিশ্চিত করা বড় চ্যালেজ্ঞ। যে কারণে ক্রেতাদের সচেতন করে তোলার উপরে জোর দিচ্ছে এফএসএসএআই। সেটা হলে এই সমস্যা অনেকটাই মিটবে। তাঁর কথায়, “কৃষিপণ্যে বেশি রাসায়নিক ব্যবহারের অভিযোগ দীর্ঘ দিনের। বহু পদক্ষেপও করা হলেও, এর পুরো সমাধান হয়নি।” সেই সঙ্গে এ দিন খাদ্যপণ্য প্রস্তুতকারী সংস্থাগুলিকে নিজে থেকে বোতল ও প্যাকেটের গায়ে লেবেলিং নিয়ে আরও ঠিক তথ্য দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। বলেন, মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে জিনিস বিক্রির অভিযোগ এলে তার বিরুদ্ধে নিয়ন্ত্রক কড়া পদক্ষেপ করে।
রাজ্যে মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-এ কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ভিজ়িটিং ফ্যাকাল্টি পদে নেওয়া হবে কর্মী। প্রতিষ্ঠানের মিডিয়া সায়েন্স বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। বিভাগের চারটি কোর্সে পড়াতে হবে। প্রতি কোর্সে মোট ৪০ ঘণ্টার ক্লাস নিতে হবে। প্রতি ক্লাস পিছু ৫০০ টাকা সাম্মানিক মিলবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ স্টেট এলিজিবিলিটি টেস্ট/ পিএইচডি উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য একটি শূন্যপদ রয়েছে। ওই পদে নিযুক্তকে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ কাজ করতে হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কাজের জন্য কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ম্যাথামেটিক্যাল কম্পিউটিং— বিষয়গুলির মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের স্নাতকোত্তর স্তরে ৫৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকা বাঞ্ছনীয়। একই সঙ্গে টেনসর ফ্লো, পাইটর্চের মধ্যে প্রোগ্রামিংয়ের জ্ঞান এবং ডিপ লার্নিং, মেশিন লার্নিং-এর মতো বিষয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন।