Intern

সন্তোষ ট্রফি জিতে ঘরে ফিরলো বাংলা দল

আজ রাতে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দল নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে বাইরে সন্ধ‍্যা থেকেই ছিলো উৎসাহী জনতার ভিড়। জয় বাংলা ধ্বনি ও ঢাকের আওয়াজে বিমানবন্দর চত্বর ছিলো সরগরম।রাত ন’টা নাগাদ ফুটবলাররা বেরিয়ে আসতেই সেই আওয়াজ দ্বিগুণ হয়ে ওঠে। রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পুষ্পস্তবক তুলে দেন সকল ফুটবলার, কোচ ও অফিসিয়ালদের হাতে। বিভিন্ন ক্লাবের কর্মকর্তা সমর্থকদের সাথে দেখা গেল বাংলা পক্ষ সংগঠনের সদস‍্যদেরও। উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় ও সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি।কোচ সঞ্জয় সেন ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা রবি হাঁসদাকে ঘিরে উচ্ছ্বাস ছিলো লাগাম ছাড়া।সঞ্জয় সেন বিমান বন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঙালি ফুটবলার ও কোচদের বঞ্চনার বিরুদ্ধে সরব হন। রাজ‍্য সরকারের কাছে ফুটবলারদের দ্রুত চাকরি দেওয়ার আবেদন করেন তিনি। সব মিলিয়ে নতুন বছরের প্রথম রাত হয়ে উঠলো ফুটবলময়। তিন বড়দলের বাইরে রাজ‍্যদলকে নিয়ে এই আবেগের বিস্ফোরণ নজির বিহীন বলেই মত কলকাতা ময়দানের অভিজ্ঞ ব‍্যক্তিদের।

Read More

IICB তে ছাঁটাই ৩৬ জন বাঙালি অশিক্ষক কর্মচারী

কলকাতা : জানুয়ারি 1, 2025: বছরের প্রথম দিনই চাকরি হারিয়ে মাথায় হাত পড়েছে ৩৬টি বাঙালি পরিবারের। বছরের শুরুতেই যাদবপুরে কেন্দ্রীয় সরকারের অধীন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির মতো স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ জন কর্মচারী চাকরি হারালো। এদিন গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন কালে চাকরি হারানো কর্মচারীদের দাবি তারা বিগত ২৫-৩০ বছর ধরে ওই প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক অশিক্ষক কর্মচারী হিসাবে চাকরিরত ছিলেন। কোন নোটিশ ছাড়াই আজ বছরের প্রথম দিনেই কর্তৃপক্ষ চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করে। তাদের পরিবর্তে ভিন রাজ্যের মূলত উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লি রাজ্যের বাসিন্দাদের ওই পদগুলিতে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ।বরখাস্ত হওয়া কর্মচারীদের দাবি অনুযায়ী আই.আই.সি.বি. এর ডিরেক্টর ভিভা টেন্ডন নতুন টেন্ডার করে ভিনরাজ্যের লোক জনকে নিয়োগ করেছে কোনো নোটিশ ছাড়াই। চাকরি হারানো একজন কর্মচারী বলেন,”আমরা বিগত ৩০ বছর ধরে এখানে চাকরি করছি। নতুন যাদের চাকরিতে নিয়োগ দিচ্ছে তাদের থেকে ঘুষ নিয়ে অর্থ উপার্জনের জন্য এই কারসাজি করে নতুন নিয়োগ করা হয়েছে। ডিরেক্টর বলছেন যে বাঙালি কাজ পারে না।” এ প্রসঙ্গে বাংলাপক্ষ’র সাংগঠনিক সম্পাদক তথা শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি বলেন, “আই.আই.সি.বি. তে চাকরি হারানো ৪০ জনের মধ্যে ৩৬ জন বাঙালি। একজন বাঙালি প্রতিবন্ধী মহিলা কর্মচারীকে পর্যন্ত বার করে দেওয়া হয়েছে। বাংলায় বাঙালিদের বঞ্চিত করে ভিন রাজ্যের বাসিন্দাদের নিয়োগ করে বাঙালিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।” তিনি আরো বলেন চাকরিহারাদের চাকরিতে অবিলম্বে পুনর্বহাল না করলে খুব শীঘ্রই বাংলা পক্ষ আই.আই.সি.বি. এর সামনে বিক্ষোভ শুরু করবে।

Read More

ভাবছেন স্নাতকের পর কী শিখব ? রইল কিছু কোর্স যা আজকের বাজারে আপনাকে একটি ভালো চাকরি নিশ্চিত করতে সাহায্য করবে।

গ্র্যাজুেশন শেষে ভালো আয়ের ক্যারিয়ার নিশ্চিত করতে পারে এমন কিছু আইটি কোর্সের বর্ণনা: এই কোর্সগুলো আপনাকে গ্র্যাজুয়েশনের পর একটি স্থিতিশীল এবং উচ্চ আয়কারী ক্যারিয়ার গড়তে সাহায্য করতে পারে।

Read More

শীত এলেই ভোল পাল্টে ফেলে ভাইরাস , কাদের টিকা নিয়ে রাখা জরুরি?

বাতাসে ঠান্ডার আমেজ। তাপমাত্রার পারদ নামছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। আবহাওয়া বদলের এই সময়টাতেই ঘরে ঘরে হানা দেয় হাঁচি-কাশি ও মাথা যন্ত্রণার উপদ্রব। সাধারণ জ্বরজারি বা শ্লেষ্মাজনিত কারণে হওয়া সারা বছরের চেনা ‘ফ্লু’ শীত এলেই কেমন বদলে যায়। চারিত্রিক বদল ঘটিয়ে শরীরে হানা দেয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ফলে সর্দি-কাশির প্রকোপ তো বাড়েই, হাঁপানি বা সিওপিডি-র রোগীদের কষ্টও বাড়ে। এই সময়টাতে তাই ফ্লু-এর টিকা নিয়ে রাখা ভাল বলেই মনে করেন চিকিৎসকেরা। ফ্লু-এর টিকা কারা নেবেন? কলকাতার একটি বেসরকারি হাসপাতালের মেডিসিনের চিকিৎসক পুষ্পিতা মণ্ডল বলছেন, “অনেকেই ভাবেন শীত এলেই শিশুদের ফ্লু-এর প্রতিষেধক দিয়ে রাখবেন। তবে আমরা নিষেধ করি। ছোটদের নিজস্ব শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতাই বাড়িয়ে রাখতে হবে এই সময়ে। সে জন্য আমলকি, লেবুর রস অর্থাৎ ভিটামিন সি আছে, এমন ফল ও সব্জি খেতে হবে। তবে হাঁপানির বা সিওপিডি-র রোগী অথবা ক্রনিক শ্বাসপ্রশ্বাসের অসুখ, ফুসফুসের সংক্রামক রোগ আছে এমন রোগীদেরই ফ্লু-এর টিকা নিয়ে রাখার পরামর্শ দিই আমরা।” পুষ্পিতার কথায়, যে সব শিশুর হাঁপানির টান ওঠে, নিয়মিত ইনহেলার নিতে হয় অথবা নেবুলাইজ়ার নেওয়ার দরকার হয়, তাদের ফ্লু-এর টিকা নিয়ে রাখতে বলা হয়। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে। খুব কম বয়সে ফ্লু টিকা নেওয়ার দরকার নেই। দশ বছর বয়সের পর থেকে চিকিৎসকের সঙ্গে কথা বলে নেওয়া যেতে পারে।

Read More

৩ জিনিস: পোষ্যের নাগালের মধ্যে রাখলে যেকোনও মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে

বাড়িতে পোষ্য থাকলে অভিভাবককে অনেক কিছু মাথায় রেখে চলতে হয়। পোষ্যের আদরযত্নে বাড়তি নজর দেওয়ার পাশাপাশি তার গতিবিধির উপরও খেয়াল রাখতেই হয়। পোষ্যের শরীরের কথা ভেবে এটা করতেই হয়। কারণ সামনে যা পায়, তাতেই মুখ দেওয়ার প্রবণতা থাকে পোষ্যদের। গোটা বাড়িতে কখন, কিসে মুখ দিচ্ছে তার দেখে রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে এমন কিছু জিনিস পোষ্যের ধারেকাছে না রাখাই শ্রেয়, যেগুলি তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। কোন জিনিসগুলি পোষ্যের ধরাছোঁয়ার বাইরে রাখবেন? চকোলেট চকোলেট সারমেয়দের জন্য ক্ষতিকারক। কারণ এতে থিয়োব্রোমাইন এবং ক্যাফেইন থাকে। এই দু’টি উপাদান-ই কুকুরের জন্য অস্বাস্থ্যকর। চকোলেট খেলে পোষ্যের বমি, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এমনকি জীবনহানিরও ঝুঁকি থাকে। তাই এমন কোনও জায়গায় চকোলেট তুলে রাখুন যেখানে পোষ্য নাগাল পাবে না।

Read More

বাড়িতে রোজকার অশান্তি মেটাতে চান! জ্যোতিষের নিয়ম মেনে সহজ কয়েকটা বদল আনুন ঠাকুরঘরে

আমাদের বাড়িতে সবথেকে পবিত্র স্থান ঠাকুর ঘর। বাড়ি বানানোর সময় যেমন বাস্তু টিপস বা কিছু নিয়ম মেনে চলা হয়, তেমন ঠিক করে যদি ঘর বা ঠাকুরঘর সাজানো হয়, তা হলে বাড়ি থেকে অনেক প্রকার অশুভ শক্তি নাশ হয়। ভাগ্যের চাকাও অনেকটা ঘুরে যায়। দেখে নিই ঠিক কী ভাবে ঠাকুর ঘর সাজানো উচিত। ঠাকুরের ফুল দেওয়ার নিয়ম যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয়, সেই দেবতাকে সেই ফুলই দেওয়া উচিত। এ ছাড়া অনেকেই ঠাকুরের ফুল সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার সময় রেখে দেন। পরের দিন আবার পুজো দেওয়ার সময় সেই ফুল ফেলে। এ রকম করা একেবারেই উচিত নয়, শুকনো ফুল ঠাকুরের আসনে রাখতে নেই।

Read More
bohurupi

৭ সপ্তাহ পার, এখনও ‘বহুরূপী’ দেখতে হলমুখী হচ্ছেন দর্শক? কী বলছেন শিবপ্রসাদ?

 ৫০ দিনের লক্ষ্যমাত্রা ছুঁতে চলল ‘বহুরূপী’। কিন্তু এতদিন পরেও, হাউজফুল হচ্ছে একের পর এক সিনেমাহল। হিন্দি সিনেমা মুক্তি পাওয়া সত্ত্বেও এখনও রেকর্ড পরিমাণ হলে চলছে ‘বহুরূপী’। উইন্ডোজ-এর ছবির এই সাফল্যে আপ্লুত শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৯৭ টি প্রেক্ষাগৃহে চলছে ‘বহুরূপী’। এর মধ্যে ৯৫টি প্রেক্ষাগৃহ হল পশ্চিমবঙ্গে। ও দুটি প্রেক্ষাগৃহ হল অসম, বিহার ও ঝাড়খণ্ডে।  এই ছবিটির সাফল্য নিয়ে শিবপ্রসাদ বলছেন, ‘আমাদের অনেক সিনেমা ২০০ দিন পার করেছে, ১০০ দিন পার করেছে। ‘বেলাশেষে’ কোয়েস্ট মাল্টিপ্লেক্সে ২১৭ দিন চলেছিল। নিজেই একটা রেকর্ড তৈরি করেছিল। তেমনই বহু সিনেমাই ১০০ দিন পার করেছে। কিন্ত আমার মনে পড়ে না আমাদের কোনও সিনেমাই সপ্তম সপ্তাহে, ৯৭টা হল নিয়ে ৫০ দিন পূর্ণ হয়েছে। এটা আমাদের কেরিয়ারে একটা মাইলফলক, একটা রেকর্ড। ভগবানের এই আর আশীর্বাদ মাথা পেতে নিলাম। আর দর্শকদের ভালবাসা না হলে হয় না। আর সমস্ত হলমালিককে ধন্যবাদ জানাব যাঁরা বহুরূপীর এই ৫০দিনকে এভাবে উদযাপন করছেন।’ কেরিয়ারের সবচেয়ে বড় ছবি ছিল ‘বহুরূপী’। সেই ছবি ব্যবসার নিরিখে পুজোয় মুক্তি পাওয়া ৩টি ছবির মধ্যে সবচেয়ে এগিয়ে। শিবপ্রসাদ বলছেন, ‘রক্তবীজ আমাদের সাহস দিয়েছিল। আর ‘বহুরূপী’ সাফল্য দিল। উইন্ডোজ় এরপরে আরও নতুন নতুন ছবি নিয়ে আসবে, নতুন গল্প বলবে। আমরা একটা কথাই বিশ্বাস করি, ছবির সাফল্যের জন্য তারকার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় ‘ছবির বিষয়’-এর। যখন ‘হামি’ ছবিটা প্রযোজনা করেছিলাম, সবাই বলেছিলেন, ‘দুটো বাচ্চার মুখ দিয়ে পোস্টার, কে দেখবে’। কিন্তু ‘হামি’ সেই বছরের সবচেয়ে হিট ছবি ছিল উইন্ডোজ-এর। ‘বহুরূপী’ আমাদের নিজেদের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। পুজোর পাঁচ দিনে আড়াই লক্ষ মানুষ ছবিটি দেখেছেন। এভাবে চললে, আমরা শুধু থিয়েটারের রিলিজ়ের উপার্জন দিয়েই ছবি তৈরির টাকা তুলে নিতে পারব। বাংলা ছবির ইতিহাসে বোধহয় বহু বছর পরে এই ঘটনা হতে চলেছে।’ 

Read More
aadhar

অনলাইনে কি তৈরি করা যায় আধার কার্ড ? কীভাবে নথিভুক্ত করবেন, জানুন পদ্ধতি

আজকাল রোজকার জীবনে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar Card)। আপনার ব্যাঙ্ক (Bank News) থেকে শুরু করে সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে আবশ্যিক এই কার্ড (Aadhaar Card)। বর্তমান ডিজিটালাইজেশনের (Digital India) যুগে কি অনলাইনে (Online) করা যায় এই কার্ড ?  এই গুরুত্বপূর্ণ নথি পেতে কী লাগে? প্রথমবার একটি আধার কার্ড পাওয়ার ক্ষেত্রে কী করতে হবে৷ আপনি কি অনলাইনে আধার কার্ড তৈরি করতে পারেন?ডিজিটাল বিপ্লব সত্ত্বেও একটি আধার কার্ড সম্পূর্ণ অনলাইনে তৈরি করা যাবে না। আপনি যদি ভারতের বাসিন্দা হন এবং প্রথমবার একটি আধার কার্ডের জন্য আবেদন করতে চান, তাহলে প্রক্রিয়াটিকে সহজ করা হয়েছে। জেনে নিন পদ্ধতি। কীভাবে আধার কার্ড তৈরি করবেন? ধাপ 1: প্রথমে এনরোলমেন্ট সেন্টারে যান একটি নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে আপনাকে অবশ্যই ব্যক্তিগতভাবে একটি অনুমোদিত আধার তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে। এই কেন্দ্রগুলি সারা দেশে রয়েছে। অফিসিয়াল UIDAI ওয়েবসাইটের মাধ্যমে সহজেই এই কাজ করতে পারেন। ধাপ 2: অনলাইনে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন দীর্ঘ অপেক্ষার সময় এড়াতে UIDAI একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম চালু করেছে। যদিও নথিভুক্তি নিজেই ব্যক্তিগতভাবে করা উচিত। আপনি সময় আগে একটি সুবিধাজনক অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে পারেন, যেখানে আপনি কেন্দ্রে পৌঁছে দ্রুত প্রক্রিয়া নিশ্চিত করতে পারেন। ধাপ 3: নথি এবং বায়োমেট্রিক্স দিনকেন্দ্রে আপনাকে পরিচয় এবং ঠিকানা প্রমাণের জন্য নথি দিতে হবে। গৃহীত নথিগুলির মধ্যে রয়েছে পাসপোর্ট, ভোটার আইডি, ইউটিলিটি বিল এবং আরও অনেক কিছু। উপরন্তু, আপনার বায়োমেট্রিক ডেটা—আঙুলের ছাপ, আইরিস স্ক্যান এবং একটি ফটোগ্রাফ সহ—প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য সংগ্রহ করা হবে। ধাপ 4: আধার নম্বর তৈরি করুনএকবার আপনার তালিকাভুক্তি সম্পূর্ণ হলে, আপনার আধার নম্বর তৈরি হবে। UIDAI আপনার রেজিস্টার্ড ঠিকানায় ফিজিক্যাল কার্ড পাঠাবে। আপনি আপনার আধারের একটি ডিজিটাল সংস্করণ ডাউনলোড করতে পারেন, যা ই-আধার নামে পরিচিত, এটি তৈরি হয়ে গেলে UIDAI ওয়েবসাইট থেকে নামাতে পারেন। ধাপ 5: অনলাইন আপডেট এবং সংশোধনআপনার যদি ইতিমধ্যেই একটি আধার কার্ড থাকে এবং আপনার বিশদ আপডেট বা সংশোধন করার প্রয়োজন হয়, তাহলে আপনি অফিসিয়াল UIDAI পোর্টালের মাধ্যমে সহজেই অনলাইনে সেই পরিবর্তনগুলি করতে পারেন।

Read More
carrot

শীতের মরশুমে ফুসফুসে সংক্রমণের সম্ভাবনা বাড়ে, এই সমস্যা এড়াতে মেনুতে কোন কোন খাবার রাখবেন?

শীতকালে বায়ুদূষণের মাত্রা অত্যধিক বেড়ে যায়। আর তার সরাসরি প্রভাব পড়ে ফুসফুসের উপর। ফুসফুসে সংক্রমণ হতে পারে অতিরিক্ত মাত্রায়। তার থেকে দেখা দিতে পারে একাধিক জটিল রোগ। তাই শীতের মরশুমে ফুসফুসের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য বিশেষ কয়েকটি খাবার খাওয়া জরুরি। এর ফলে শীতকালে ফুসফুসের সংক্রমণ, রোগ রুখতে পারবেন আপনি। এ তালিকায় কোন কোন খাবার রাখতে পারেন, একনজরে দেখে নিন। 

Read More