
সন্তোষ ট্রফি জিতে ঘরে ফিরলো বাংলা দল
আজ রাতে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দল নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে বাইরে সন্ধ্যা থেকেই ছিলো উৎসাহী জনতার ভিড়। জয় বাংলা ধ্বনি ও ঢাকের আওয়াজে বিমানবন্দর চত্বর ছিলো সরগরম।রাত ন’টা নাগাদ ফুটবলাররা বেরিয়ে আসতেই সেই আওয়াজ দ্বিগুণ হয়ে ওঠে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পুষ্পস্তবক তুলে দেন সকল ফুটবলার, কোচ ও অফিসিয়ালদের হাতে। বিভিন্ন ক্লাবের কর্মকর্তা সমর্থকদের সাথে দেখা গেল বাংলা পক্ষ সংগঠনের সদস্যদেরও। উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় ও সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি।কোচ সঞ্জয় সেন ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা রবি হাঁসদাকে ঘিরে উচ্ছ্বাস ছিলো লাগাম ছাড়া।সঞ্জয় সেন বিমান বন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঙালি ফুটবলার ও কোচদের বঞ্চনার বিরুদ্ধে সরব হন। রাজ্য সরকারের কাছে ফুটবলারদের দ্রুত চাকরি দেওয়ার আবেদন করেন তিনি। সব মিলিয়ে নতুন বছরের প্রথম রাত হয়ে উঠলো ফুটবলময়। তিন বড়দলের বাইরে রাজ্যদলকে নিয়ে এই আবেগের বিস্ফোরণ নজির বিহীন বলেই মত কলকাতা ময়দানের অভিজ্ঞ ব্যক্তিদের।