১৫ মার্চ,কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সাংসদ ও বিধায়ক সহ তৃণমূলের মূল সংগঠন ও শাখা সংগঠন গুলির ব্লক, জেলা ও রাজ্যে স্তরের পদাধিকারীদের সাথে সাংগঠনিক মিটিং করলেন। মিটিং এর মূল বিষয় ছিল ভুতুড়ে ভোটার। এছাড়াও নানা সাংগঠনিক রদবদলের বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
বিজেপি বাংলায় বিধানসভা ভোট জিততে ভিন রাজ্য থেকে ভোটার আমদানি করছে। গত কয়েকদিন এই বিষয়ে বারবার আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি কমিটিও গড়ে দেন যাতে করে বুথে বুথে ভোটার লিস্ট স্ক্রুটিনি করা যায়৷ এই বিষয়ে গত কয়েকদিন আগেই মিটিং করেছিল ববি হাকিম, সুব্রত বক্সী সহ প্রবীন নেতারা৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মিটিং এ গড় হাজির ছিলেন। নবীন বনাম প্রবীন লড়াইয়ে দলে নানা ঘটনা ঘটে চলেছে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই নিজে ভার্চুয়ালি সাংগঠনিক মিটিং করলেন।
বি পি সংবাদ তৃণমূলের নানা তরুণ মুখের সাথে যোগাযোগ করেছিল। ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য সিনিয়র নেতাদের উপর বেজায় ক্ষুব্ধ তরুণ প্রায় সকলেই। তারা নেতৃত্বে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই বার্তাই স্পষ্টত উঠে এসেছে বারবার। সামাজিক মাধ্যমে চোখ রাখলেও এটা দেখা যায়৷
আজ মিটিং এর পর কয়েকটা প্রশ্ন উঠছে, তার উত্তর এখনও অজানা।
১. বিহার, ইউপি ও ঝাড়খন্ডের প্রচুর মানুষ কর্মসূত্রে বাংলায় আছে যাদের দুই রাজ্যের ভোটার কার্ড আছে। এদের বিরুদ্ধে তৃণমূল দল বা রাজ্য প্রশাসন কি আদৌ কোনো ব্যবস্থা নেবে?
২. বিধায়ক হুমায়ুন কবীর যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তাতে বিজেপির লাভ বলেই মনে করছে তৃণমূলের অধিকাংশ কর্মী-সমর্থক। হুমায়ুন কবীরের মন্তব্যে বারবার অস্বস্তিতে পড়ছে দল৷ তারপরও দল তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে সাহস দেখাচ্ছে না?
৩. ফিরহাদ হাকিম বারবার এমন কিছু মন্তব্য করেছেন যাতে হিন্দুরা ক্ষুব্ধ হয়। বিজেপি ব্যাপক লাভবান হয়েছে এই সব মন্তব্যে, মত বিশেষজ্ঞদের। এরপরও কি ফিরহাদ হাকিমকে দল কড়া বার্তা দেবে না? সাংগঠনিক রদবদলের পরও কি তিনিই কলকাতার মেয়র থাকবেন? প্রশ্ন তুলছে অনেকে৷
৪. সুদীপ বন্দ্যোপাধ্যায় যেভাবে দলের মতের বিরুদ্ধে গিয়ে হিন্দিকে রাষ্ট্রভাষা বলেছেন এবং হিন্দি আগ্রাসনকে ভালো বলেছেন- তাতে এই প্রবীন সাংসদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নেবে?
৫. উত্তরের জেলাগুলোয় গত কয়েকটা ভোটেই খারাপ ফল করেছে তৃণমূল। উত্তরের জেলাগুলোয় বিধানসভা ভোটে কি স্ট্র্যাটেজি নেবেন সেনাপতি অভিষেক? আদৌ কি তিনি উত্তরের চার-পাঁচটি জেলাকে গুরুত্ব দিচ্ছেন?
৬. গোটা ভারতের রাজনীতি ডিলিমিটেশন ইস্যুতে তোলপাড়৷ বিজেপির বিরুদ্ধে এককাট্টা দক্ষিণ ভারত৷ এই পরিস্থিতিতে ডিলিমিটেশন ইস্যুতে তৃণমূলের অবস্থান কি হবে?
দলে আবারও শক্তিশালী হচ্ছে অভিষেক ব্যানার্জী, মেয়র পদ থাকবে ফিরহাদ হাকিমের ?
