বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে বাংলাদেশি দাগিয়ে অত্যাচারের বিরুদ্ধে আসানসোলে বাংলা পক্ষর বিরাট মিছিল

Share the News

আসানসোল, ২৪ আগস্ট,২০২৫: ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ‍্যে বাংলায় কথা বলায় হিন্দু- মুসলিম নির্বিশেষে বাঙালিদের উপর “বাংলাদেশী” তকমা দিয়ে নির্যাতনের ঘটনা নিয়মিত ঘটে চলেছে। ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে চলছে অকথ্য অত্যাচার। বিজেপি শাসিত রাজ‍্যগুলোয় প্রশাসন সরাসরি হিন্দু- মুসলিম সকল বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত‍্যাচার করছে, ডিটেনশন ক‍্যাম্পে বন্দি করছে। হিন্দু-মুসলমান নির্বিশেষে বাঙালি কাজ হারিয়ে, মার খেয়ে রাজ‍্যে ফিরছে। অথচ আসানসোল শিল্পাঞ্চল সহ সমগ্র বাংলা জুড়ে সব কাজ বহিরাগতদের দখলে। বাংলায় সমস্ত শিল্পাঞ্চল ও শহরাঞ্চলের কোটি কোটি কাজ বহিরাগতদের দখলে। আসানসোল, বারাবনী, জামুড়িয়া, কুলটি, রানীগঞ্জ সহ বাংলার সব শহর দখল হয়ে যাচ্ছে ক্রমশ।

বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাঙালির উপর এই অত‍্যাচারের বিরুদ্ধে আজ অর্থাৎ ২৪শে আগস্ট আসানসোলে মিছিল করল বাংলা পক্ষ। মিছিল চলে আসানসোল বাসস্ট্যান্ড থেকে আশ্রম মোড় পর্যন্ত।

সংগঠনের সাধারন সম্পাদক ডঃ গর্গ চট্টোপাধ‍্যায় বলেন, ” হিন্দি সাম্রাজ‍্যবাদী বাঙালি বিদ্বেষী বিজেপি বাঙালির মুখের ভাষা থেকে নাগরিকত্ব সব কিছুই কাড়তে চায়। বিজেপি চায় বাঙালি জাতিকে ধ্বংস করতে। কিন্তু বাংলা পক্ষ তা হতে দেবে না, বাঙালি জেগে উঠেছে, বাঙালি জাতীয়তাবাদের ঝড় ক্রমশ শক্তিশালী হচ্ছে। আমরা ভারতের মাটিতে প্রথম সারির নাগরিক হয়ে মাথা উঁচু করেই বাঁচব।” তিনি বা‌ংলার সরকারের কাছে দাবি করেন, “অবিলম্বে ভূমিপুত্র সংরক্ষণ আইন করে, ভিন রাজ‍্য থেকে ফিরে আসা বাঙালিদের কাজের ব‍্যবস্থা করার। বাঙালি কাজ হারিয়ে ঘরে বসে থাকবে আর বাংলায় দু কোটি বহিরাগত কাজ করবে এটা চলতে পারেনা, বলেই তিনি উল্লেখ করেন।”

সাংগঠনিক সম্পাদক তথা শীর্ষ পরিষদ সদস‍্য কৌশিক মাইতি বলেন ” মুসলমান অনুপ্রেবশকারী, রোহিঙ্গা তাড়ানোর নাম করে বিজেপি বাঙালি জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। বিজেপি শাসিত রাজ‍্যগুলোয় হিন্দু-মুসলমান নির্বিশেষে বাঙালি আক্রান্ত। আক্রমণের কারণ ধর্ম নয়, মাতৃভাষা। কারণ বাবাই সর্দার থেকে বুদ্ধদেব বারিকের মতো হাজার হাজার হিন্দু বাঙালিকে অত্যাচার করা হয়েছে ডিটেনশন ক্যম্পে ঢুকিয়ে। আমরা বাঙালি জাতি হিসেবে আক্রান্ত, তাই প্রতিরোধ গড়তে হবে বাঙালি হিসেবেই।”

পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় বলেন,” আমাদের ছেলেরা বাইরের রাজ্যে বাঙালি বলে মার খাচ্ছে, আর ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে ২ কোটি বহিরাগত আমাদের রাজ্যে এসে চাকরি দখল করছে, ফুটপাত দখল করছে, কলকারখানা, টোটো-অটো সব কাজ দখল করছে, এমনকি রাজনীতিও নিয়ন্ত্রণ করছে। আজকের এই মিছিল, এই শিল্পাঞ্চলে সমস্ত ফ্যাক্টরি, ফুটপাত, চাকরি, ব্যবসা যা কিছু বাঙালীর দখল হয়ে গেছে তা সব পুনর্দখলের করার ডাক দেওয়া হলো এই মিছিল থেকে।

এদিনের মিছিলে অংশ নেন বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য সম্রাট কর ও শীর্ষ পরিষদ সদস্যা করবী রায়। উপস্থিত ছিলেন নানা জেলা নেতৃত্ব ও বিধানসভা সম্পাদক সহ হাজার হাজার সাধারণ সহযোদ্ধারা। মিছিলে বাঙালির উপর অত্যাচার বন্ধের দাবি ওঠে এবং দাবি ওঠে বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ করে বাঙালিকে চাকরি- কাজ দেওয়ার৷ বাংলা পক্ষর মিছিল ঘিরে বাঙালির উৎসাহ তাক লাগিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *