কলকাতা,১৭ এপ্রিল: আজকাল বাজারে যাওয়ার আগে হিসেব কষতে হয় —
দুধের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, তেল তো আকাশ ছুঁই ছুঁই।
তার ওপরে GST জুড়ে জিনিসের উপর জিনিসের দাম সরকারি নিয়মেই বাড়ানো হয়েছে।
একটা টুথব্রাশ কিনলেও GST, একটা কলম কিনলেও GST।
এতো গেলো রাষ্ট্রের খরচের খাতা। আমরা মেনে নিই।
কিন্তু এরপরে যদি দোকানদার নিজের ইচ্ছেমতো আবার এক টাকা দু’টাকা করে MRP-এর ওপরে নেয়, তাহলে সেটা তো শুধু আইনভঙ্গ নয়, চূড়ান্ত নৈতিক অপরাধ —
ভোক্তাকে গরু ভেবে চামড়া তুলে নেওয়ার মতো।
নিজের অভিজ্ঞতা থেকে বলছি , এক টাকার গল্প নয়, এটা ন্যায়বিচারের প্রশ্ন!
প্রতিদিনের মতোই একটা সাধারণ দিন। রাত্রে বাড়ি ফেরার পথে নিকটবর্তী এক দোকানে গিয়েছিলাম দুধ কিনতে।
ছোট্ট এক প্যাকেট — Amul Shakti Milky Milk, ৫০০ মিলি। দামটা প্যাকেটে স্পষ্ট লেখা — ₹৩১। অথচ দোকানদার আমার থেকে ₹৩২ নিল।
আমি জিজ্ঞেস করলাম, “এক টাকা বেশি নিচ্ছেন কেন কাকু ?”
প্রথমে দোকানদার বললেন, ‘দুধ তো অনেক দূর থেকে আসে, তাই এক টাকা বেশি দিতেই হবে।’ যেন দূরত্বের নামে গায়ে চাপিয়ে দিলেন অতিরিক্ত মূল্য! অথচ আমি জানি নিকটবর্তী এক জায়গায় আছে আমুলের আউটলেট, সেখান থেকেই প্রতিদিন সরবরাহ হয়। ধরা পড়তেই বললেন, “নাহলে অন্য কোম্পানির দুধ নেন”—মানে ভুলটা আমার, প্রতিবাদ করাটাই যেন অপরাধ!”
বললাম, “MRP তো লেখা আছে ₹৩১।”
উনি হাসলেন, বিরক্ত হলেন, বললেন, “ভালো না লাগলে অন্য কোম্পানির নিন। না হলে না নিন। আমাদের নিয়ম এরকম।”
এটা শুধু একদিন না — এই দোকানে আমি বহুবার দেখেছি, কখনো বিস্কুট, কখনো সাবান, কখনো দুধ — এক টাকা, দুই টাকা করে বেশি নেয়া হয়। তখন চুপ করে থেকেছি। ভাবতাম, এক টাকা গেলে কি আসে যায়?
এক টাকা বেশি দিলে কি এমন হয়?
হয়তো কিছুই হয় না।
হয়তো আমরা ভাঙতি নিয়ে কিছু বলি না, দোকানদার একটু বেশি রাখলেও চুপ করে থাকি।
কারণ, আমরা ছোটখাটো মানুষ — কনফ্লিক্ট এড়াই, ঝামেলা এড়াই।
এটা তো সরাসরি MRP-এর নিয়ম লঙ্ঘন।
কিন্তু এটা তো এক ধরনের “চুপি চুপি ঠকানো” — দিনের পর দিন।
একটা কথা পরিষ্কার করে বলি — আমি এক টাকার জন্য লড়ছি না, আমি লড়ছি অধিকারের জন্য।
কারণ, যদি ১০০ জন প্রতিদিন এক টাকা করে ঠকে, তাহলে সেটা একটা প্যাটার্ন।
আর এই প্যাটার্ন-টাই ভয়ঙ্কর — কারণ আমরা ভাবি, “ছোট জিনিস”, আর এই “ছোট জিনিস”-এর মধ্য দিয়েই আমাদের অধিকার ছোট হয়ে যায়।
অনেকেই বলবে,
“দেশে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে, তুমি এক টাকার জন্য এত সিরিয়াস কেন?”
তাদের জন্য আমি বলবো – যে জাতি নিজের এক টাকার অধিকার রক্ষা করতে পারে না, সে জাতির কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে লড়ার শক্তি আসে না।
প্রতিবাদ শেখে না।
অসন্তোষ বোঝে না।
অন্যায়কে মেনে নেওয়ার অভ্যেস গড়ে তোলে।
আমি জানি, হয়তো কেউ আমল দেবে না।
হয়তো আমার অভিযোগ খুব দূর যাবে না।
তবুও বলছি — কারণ একটা আদর্শ তৈরি হওয়া দরকার।
যে কেউ যেন দোকানে গিয়ে বলার সাহস রাখে — “ভাই, MRP-এর বেশি নেওয়া যায় না।”
প্রতিদিন শত শত দোকান, হাজার হাজার ভোক্তার কাছ থেকে এক টাকা করে বেশি নেয়। এবং এই ‘এক টাকা’ গুলো একদিন কোটি টাকার ঠকানোয় পরিণত হয়।
এটা সরাসরি আইনের লঙ্ঘন।
এটা Section 36 of the Legal Metrology Act, 2009 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ — যার জন্য ₹২৫,০০০ থেকে ₹১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে জেল পর্যন্ত হতে পারে।
আর যদি আপনি চুপ থাকেন —
তাহলে আপনি নতুন প্রজন্মকে শেখাচ্ছেন, অন্যায় মেনে নিতে।
তাহলে আপনি একজন সচেতন নাগরিক নন, আপনি নিজেই নিজের অধিকার ধ্বংস করছেন।
“একটা টাকা বড় কথা নয়, বড় কথা হলো ঠকানোর মানসিকতা। আর এই মানসিকতা থামানো দরকার—আমার, আপনার, আমাদের সবার।”
কলমে – সাহিনা খাতুন