৩ এপ্রিল ২০২৫, কলকাতা : আগামি ছাব্বিশ সালের বাংলার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একদিকে আরেসেসের অপপ্রচার ও প্রোপাগান্ডা ও অন্যদিকে জামাতি কট্টর মুসলিম মৌলবাদের উস্কানি ক্রমাগত চলছে। এই অবস্থায় যেকোনও সাধারণ ঘটনাকে সাম্প্রদায়িক রং দিয়ে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে। প্রশাসন এই অবস্থায় কঠোর ও নিরপেক্ষ অবস্থান না নিলে বাংলা আরও বিপদে পড়বে। বাংলাপক্ষ’র সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এই বিষয়ে বাংলাপক্ষ’র অবস্থান পরিষ্কার করেছে। গর্গ চট্টোপাধ্যায় বলেছেন, ধর্মের নামে অশান্তি করলে পুলিসকে কড়া পদক্ষেপ নিতে হবে। বাংলাকে যারা অশান্ত করতে চাইবে তাদের কোনও প্রকার ধর্মীয় পরিচয় না দেখে কঠোর অবস্থান নিতে হবে প্রশাসনকে। কারণ এটা সভ্য বাংলা। এখানে কোনরকম অসভ্যতার ঠাঁই নাই।
ধর্মের নামে অশান্তি করলে পুলিসকে কড়া পদক্ষেপ নিতে হবে : গর্গ চট্টোপাধ্যায়
