IICB তে ছাঁটাই ৩৬ জন বাঙালি অশিক্ষক কর্মচারী

Share the News

কলকাতা : জানুয়ারি 1, 2025: বছরের প্রথম দিনই চাকরি হারিয়ে মাথায় হাত পড়েছে ৩৬টি বাঙালি পরিবারের। বছরের শুরুতেই যাদবপুরে কেন্দ্রীয় সরকারের অধীন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির মতো স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ জন কর্মচারী চাকরি হারালো। এদিন গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন কালে চাকরি হারানো কর্মচারীদের দাবি তারা বিগত ২৫-৩০ বছর ধরে ওই প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক অশিক্ষক কর্মচারী হিসাবে চাকরিরত ছিলেন। কোন নোটিশ ছাড়াই আজ বছরের প্রথম দিনেই কর্তৃপক্ষ চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করে। তাদের পরিবর্তে ভিন রাজ্যের মূলত উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লি রাজ্যের বাসিন্দাদের ওই পদগুলিতে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বরখাস্ত হওয়া কর্মচারীদের দাবি অনুযায়ী আই.আই.সি.বি. এর ডিরেক্টর ভিভা টেন্ডন নতুন টেন্ডার করে ভিনরাজ্যের লোক জনকে নিয়োগ করেছে কোনো নোটিশ ছাড়াই। চাকরি হারানো একজন কর্মচারী বলেন,”আমরা বিগত ৩০ বছর ধরে এখানে চাকরি করছি। নতুন যাদের চাকরিতে নিয়োগ দিচ্ছে তাদের থেকে ঘুষ নিয়ে অর্থ উপার্জনের জন্য এই কারসাজি করে নতুন নিয়োগ করা হয়েছে। ডিরেক্টর বলছেন যে বাঙালি কাজ পারে না।” এ প্রসঙ্গে বাংলাপক্ষ’র সাংগঠনিক সম্পাদক তথা শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি বলেন, “আই.আই.সি.বি. তে চাকরি হারানো ৪০ জনের মধ্যে ৩৬ জন বাঙালি। একজন বাঙালি প্রতিবন্ধী মহিলা কর্মচারীকে পর্যন্ত বার করে দেওয়া হয়েছে। বাংলায় বাঙালিদের বঞ্চিত করে ভিন রাজ্যের বাসিন্দাদের নিয়োগ করে বাঙালিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।” তিনি আরো বলেন চাকরিহারাদের চাকরিতে অবিলম্বে পুনর্বহাল না করলে খুব শীঘ্রই বাংলা পক্ষ আই.আই.সি.বি. এর সামনে বিক্ষোভ শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *