বাড়িতে পোষ্য থাকলে অভিভাবককে অনেক কিছু মাথায় রেখে চলতে হয়। পোষ্যের আদরযত্নে বাড়তি নজর দেওয়ার পাশাপাশি তার গতিবিধির উপরও খেয়াল রাখতেই হয়। পোষ্যের শরীরের কথা ভেবে এটা করতেই হয়। কারণ সামনে যা পায়, তাতেই মুখ দেওয়ার প্রবণতা থাকে পোষ্যদের। গোটা বাড়িতে কখন, কিসে মুখ দিচ্ছে তার দেখে রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে এমন কিছু জিনিস পোষ্যের ধারেকাছে না রাখাই শ্রেয়, যেগুলি তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। কোন জিনিসগুলি পোষ্যের ধরাছোঁয়ার বাইরে রাখবেন?
চকোলেট
চকোলেট সারমেয়দের জন্য ক্ষতিকারক। কারণ এতে থিয়োব্রোমাইন এবং ক্যাফেইন থাকে। এই দু’টি উপাদান-ই কুকুরের জন্য অস্বাস্থ্যকর। চকোলেট খেলে পোষ্যের বমি, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এমনকি জীবনহানিরও ঝুঁকি থাকে। তাই এমন কোনও জায়গায় চকোলেট তুলে রাখুন যেখানে পোষ্য নাগাল পাবে না।