বাতাসে ঠান্ডার আমেজ। তাপমাত্রার পারদ নামছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। আবহাওয়া বদলের এই সময়টাতেই ঘরে ঘরে হানা দেয় হাঁচি-কাশি ও মাথা যন্ত্রণার উপদ্রব। সাধারণ জ্বরজারি বা শ্লেষ্মাজনিত কারণে হওয়া সারা বছরের চেনা ‘ফ্লু’ শীত এলেই কেমন বদলে যায়। চারিত্রিক বদল ঘটিয়ে শরীরে হানা দেয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ফলে সর্দি-কাশির প্রকোপ তো বাড়েই, হাঁপানি বা সিওপিডি-র রোগীদের কষ্টও বাড়ে। এই সময়টাতে তাই ফ্লু-এর টিকা নিয়ে রাখা ভাল বলেই মনে করেন চিকিৎসকেরা।
ফ্লু-এর টিকা কারা নেবেন?
কলকাতার একটি বেসরকারি হাসপাতালের মেডিসিনের চিকিৎসক পুষ্পিতা মণ্ডল বলছেন, “অনেকেই ভাবেন শীত এলেই শিশুদের ফ্লু-এর প্রতিষেধক দিয়ে রাখবেন। তবে আমরা নিষেধ করি। ছোটদের নিজস্ব শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতাই বাড়িয়ে রাখতে হবে এই সময়ে। সে জন্য আমলকি, লেবুর রস অর্থাৎ ভিটামিন সি আছে, এমন ফল ও সব্জি খেতে হবে। তবে হাঁপানির বা সিওপিডি-র রোগী অথবা ক্রনিক শ্বাসপ্রশ্বাসের অসুখ, ফুসফুসের সংক্রামক রোগ আছে এমন রোগীদেরই ফ্লু-এর টিকা নিয়ে রাখার পরামর্শ দিই আমরা।” পুষ্পিতার কথায়, যে সব শিশুর হাঁপানির টান ওঠে, নিয়মিত ইনহেলার নিতে হয় অথবা নেবুলাইজ়ার নেওয়ার দরকার হয়, তাদের ফ্লু-এর টিকা নিয়ে রাখতে বলা হয়। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে। খুব কম বয়সে ফ্লু টিকা নেওয়ার দরকার নেই। দশ বছর বয়সের পর থেকে চিকিৎসকের সঙ্গে কথা বলে নেওয়া যেতে পারে।