আগামী ১১ ই জানুয়ারী, রবিবার বাংলা পক্ষর ডাকে ধর্মতলায় মহা সমাবেশের প্রাক কালে আজ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করল বাংলা পক্ষ।
কলকাতা, ০৮ জানুয়ারি: আজ প্রেস ক্লাবে বক্তব্য রাখেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায়, কলকাতা জেলার সম্পাদক সৌম্য বেরা এবং উত্তর চব্বিশ পরগনা গ্রামীনের সম্পাদক দেবাশীষ মজুমদার। আজ সাংবাদিক সম্মেলন থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনককে কেন্দ্র করে বাংলার প্রতিটা জেলা ভিত্তিক দাবি সনদ প্রকাশ করে বাংলা পক্ষ। প্রতিটা জেলার ভূমিপুত্রদের চাকরি-কাজ-ব্যবসার দাবি, ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্টের দাবি থেকে জলপাইগুড়িতে বাংলার দ্বিতীয় AIIMS এর দাবি আছে এই দাবি সনদে। কৃষক, শ্রমিক থেকে ব্যবসায়ী, চাকরিপ্রার্থী সকলের দাবি আছে এই দাবিপত্রে। বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা এবং বাংলায় চাকরি ও কাজে ভূমিপুত্র সংরক্ষণের দাবি প্রাধান্য পেয়েছে এই দাবি সনদে। আছে বাংলা ভাষার অধিকারের নানা দাবিও। ১১ জানুয়ারী বাঙালির মহা সমাবেশে যোগদান করার জন্য বাংলার ভূমিপুত্রদের কাছে আহ্বান জানানো হয়। আবেদন করা হয় বাংলার সংবাদ মাধ্যমের কাছেও। ২০২৬ সালে বাংলার কোনো বিধানসভা কেন্দ্রে কোনো দল বহিরাগত প্রার্থী দিলে তাকে পরাজিত করতে সরাসরি লড়াইয়ে থাকবে বাংলা পক্ষ। সাংবাদিক সম্মেলন থেকে এই কথা স্পষ্ট ভাবে জানানো হয়। আগামী ১১ জানুয়ারী বাঙালির অধিকারের জন্য লড়াইয়ের শপথ নিয়ে কোচবিহার থেকে পূর্ব মেদিনীপুর প্রতিটা জেলা থেকে হাজার হাজার বাঙালি (কমপক্ষে ১০ হাজার বাঙালি) ধর্মতলায় ভিড় জমাবে। বাংলা পক্ষ ভোটে নেই। কিন্তু বাংলা পক্ষ দাবিগুলো এই নির্বাচনে লড়বে। বাঙালি তথা ভূমিপুত্রদের অধিকার প্রতিষ্ঠাই একমাত্র লক্ষ্য।
